খেলা

২য় দিন লাঞ্চের আগেই ভারতের ৩ উইকেট শিকার তাইজুলের

By Daily Satkhira

December 23, 2022

খেলার খবর: ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ব্যাটিংয়ে নামা দুই উদ্বোধনী ব্যাটসম্যানের পর চেতেশ্বর পুজারাকেও সাজঘরে পাঠিয়েছেন টাইগার বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখার সময় ভারতহ ৩ উইকেটে ৮৬ রান করে মধ্যাহ্ন বিরতিতে। উইকেটে আছেন বিরাট কোহলি ও ঋষভ পন্ত। কোহলি অপরাজিত ১৭ রানে, পন্ত করেছেন ৯।

আগের দিন শেষ বিকেলে বেশ কয়েকবার ভাগ্যগুণে বেঁচে যায় ভারত। তবে ধীরগতিতে এগিয়ে চলা ভারতের ওপেনিং জুটিটা খুব বড় হয়নি। দিনের পঞ্চম ওভারের মাথায় লোকেশ রাহুলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। পরের ওভারেই শুবমান গিল আবারো তাইজুলের বলেই এলবির ফাঁদে পড়েন। রাহুল ফেরেন ১০ রানে, গিল ২০ রানে।

এরপর আবারো তাইজুল, ইনিংসের ৩১তম ওভারে তার বল লেগ স্টাম্পের ওপর পড়েছিলো। সেটি লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন পূজারা। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের কাছে। দারুণভাবে নিচু হয়ে আসা ক্যাচটি নেন মুমিনুল।

আম্পায়াররা অবশ্য টেলিভিশন রিপ্লে দেখে নিশ্চিত হয়েছেন আউটটির ব্যাপারে। সফট সিগন্যাল ছিলো আউটেরই। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেন মুমিনুলের ক্যাচটি ছিলো পরিস্কারই।

তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভার শুরু করেন মেইডেন দিয়ে। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই প্রায় উইকেটের দেখা পেতে যাচ্ছিলেন সাকিব। শুভমান গিলের ড্রাইভ একটুর জন্য পয়েন্টে ক্যাচ হয়নি। পরের ওভারে এজ হয়ে কিপারের পাশ দিয়ে চলে যায় বল, আবার বাঁচেন গিল।

সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে আরেকবার সুযোগ তৈরি হয়। বল ব্যাটে লেগে উইকেটের পেছনে গেছে মনে হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আলট্রাএজে দেখা যায় এমন কিছুই হয়নি।

তার ঠিক পরের ওভারে সাকিবের এলবিডব্লিউ আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নেন রাহুল। এবারো বেঁচে যান তিনি। দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতো। এভাবেই বারকয়েক ভাগ্যের সহায়তায় বেঁচে প্রথম দিন শেষ করেছিলো ভারত।