সাতক্ষীরা

ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে অংশীজন সভা

By daily satkhira

December 28, 2022

প্রেস বিজ্ঞপ্তি : ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে ভোক্তার অধিকার শক্তিশালী করনে অংশীজন সভা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়।

সভায় বিষয় ভিত্তিক আলোচনা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।

কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সাতক্ষীরা সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে আয়োজিত অংশীজন সভায় ভোক্তার সার্থ সংরক্ষনে নিজস্ব কার্যক্রম তুলে ধরেন নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর সহকারী পরিচালক মো: মোকলেসুর রহমান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ ও খুলনা সদর হাসপাতালের চিকিৎসক ডা: জয়ন্ত সরকার ।

ক্যাব সাতক্ষীরা পক্ষে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সনাক সাতক্ষীরার সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাস, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এস, এ. এম আব্দুল ওয়াহেদ প্রমুখ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষনে জনসচেতনা সৃস্টির জন্য যৌথ কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করা হয়।