দেবহাটা

দেবহাটায় নতুন বই উৎসব এর শুভ উদ্বোধন

By daily satkhira

January 01, 2023

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বই উৎসব বই উৎসব, শিক্ষার মান উন্নয়নে ইতিপূর্বে কোন সরকার ইংরেজী নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিতে পারেনি উল্লেখ করে দেবহাটা উপজেলার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, একটি জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষা বিস্তারে সকলকে ভূমিকা রাখতে হবে। বিগত কয়েক বছরের ন্যয় এবারও দেবহাটা সহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বর্তমান সরকার একটি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্কুলে স্কুলে বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে তাদের মনে আনন্দের বণ্যা বইছে। কোন জাতিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

সুতরাং শিক্ষার্থীদের বেশি বেশি করে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে হবে। জানতে হবে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে।

বই পড়ার চেয়ে ভালো কিছু নেই। রবিবার ১লা জানুয়ারি ২০২৩ ইং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে নতুন বই উৎসব এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলী , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলি মোর্তজা আনারুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।