কে এম রেজাউল করিম দেবহাটা : অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২৩ খিস্টাব্দ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে ২ জানুয়ারি ২০২৩ সোমবার বেলা সাড়ে ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন। আরো আলোচনা রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্জ মো. সেলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ আবু তৈয়ব আবু আহম্মেদ, সহকারী অধ্যাপক আলহাজ্জ মাওলানা ওসমান গণি (ঢাকা), কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ, আলহাজ্জ গোলাম মুকতাদির, রেজাউল ইসলাম প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা।
পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ মাওলানা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা: নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো. ইউনুছ, অধ্যক্ষ মো.রিয়াজুল ইসলাম, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ রবিউল হক, শফিকুল হুদা, আলহাজ্জ একরামুল রেজা, শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ আনারুল ইসলাম, আলহাজ্জ একরামুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান, মিশনের সাবেক কর্মকর্তা আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, সরদার আমজাদ হোসেন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ আকবর আলী, শিক্ষক ও কালিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সভাপতি সামছুল হুদা কবির খোকন, শিক্ষক ও সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আবু তালেব, প্রভাষক আজিজুর রহমান, প্রভাষক ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মো. মনিরুজ্জামান (মহসিন), পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মোখলেউদ্দিন মুকুল সরদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ আরশাদ আলী মোল্লা সহ কেন্দ্রীয় ও সকল শাখা মিশনের কর্মকর্তা, সদস্য,শিক্ষক, সংবাদকর্মী, চিকিৎসক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি তথা সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালু করা সহ নানা পরিকল্পনার কথা জানান সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।