আসাদুজ্জামান : সাতক্ষীরায় বৈআইনীভাবে একজনের বসত ঘরে প্রবেশ করে মারপিট ও টাকা চুরির অপরাধে আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শহর আলী গাজির ছেলে আফছার আলী গাজী বাদি হয়ে চেয়ারম্যান ডালিমসহ ৭জনের নাম উল্লেখ করে বুধবার রাতে থানায় এই মামলা দায়ের করেন। মামলার আরজিতে বর্ণিত অভিযোগে জানা যায়, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম, পিরোজপুর গ্রামের ওমর আলীর ছেলে রিপন ও রায়হান, দুর্গাপুর গ্রামের খালেক সরদারের ছেলে ওসমান ও মহাসিন, একই গ্রামের সাইফুল এবং গদাইপুর গ্রামের কালাম গত ১২ জুন রাত ২টার দিকে ধারালো দা, বাঁশের লাঠি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও হাতুঁড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আফছার আলীর ঘরে প্রবেশ করে। তারা আমাকে ঘুম থেকে ডেকে চেয়ারম্যান ডালিমের কাছে নিয়ে যেতে চায়। যেতে রাজি না হওয়ায় আসামীরা তাকে জোর পূর্বক টেনে হেচড়ে ঘরের বাইরে এনে পাকা রাস্তার উপর নিয়ে আসে । এসময় চেয়ারম্যান ডালিম সেখানে উপস্থিত হয়ে আমাকে মারপিট শুরু করেন এবং অন্যদেরকেও মারপিট করার হুকুম দেন। এসময় অন্যান্যরা ও তাকে মারপিট করে মারাত্মক ফোলা জখম করে। একপর্যায় আসামীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাক্সে রক্ষিত ২৫ হাজার টাকা নিয়ে নেয় এবং এক লাখ টাকা দিলে ভবিষ্যতে তার উপর আর এরক অত্যচার হবে না বলে জানায়। আশাশুনি থানার খারপ্রাপ্ত কর্মকর্মা মোঃ সাহেদুল ইসলাম শাহিন চেয়ারম্যান ডালিমের নামে মামলা দায়েরের ঘটনা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।