শ্যামনগর

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৪টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলিসহ দুই বনদস্যু আটক

By Daily Satkhira

June 15, 2017

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল থেকে জেলেরা তাদের আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে ৪ টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধাকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি একনালা বন্দুক ও তিনটি কাটা রাইফেল। আটককৃত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার(২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূর ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান,  বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দবনের মালঞ্চ নদী সংলগ্ন চালতাবাড়িয়া খালে একদল বনদস্যু নিরীহ জেলেদের ওপর হামলা করে। তারা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। তিনি আরো জানান, জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের ঘন্টা ব্যাপী হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে জেলেদের হাতে ধরা পড়ে ওই দুই বনদস্যু।  জেলেরা এ সময় তাদের কাছ থেকে ১ টি একনালা বন্দুক, তিনটি কাটা রাইফেল ও ২৫ রাউন্ড গুলি জব্দ করে। পরে তাদেরকে অস্ত্র ও গুলিসহ র‌্যাব এবং বনবিভাগের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।