ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার পূর্বক ভূমিহীনদের মাঝে বন্টন এবং কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা শহরের খুলনরোড মোড়ে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী । বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুল, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি শাহাজান আলী, ভূমিহীন মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম, মহিলা নেত্রী সাহিদা আক্তার ময়না, ইসমাইল হোসেন, এড আকবর আলী, বিশ^াস আবুল কাশেম, আরমান আলী, আজহারুল ইসলাম, শরিফা খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কলারোয়া উপজেলায় ভূমিহীনদের ঘর দেওয়ার নাম করে যে জমি ক্রয় করেছে তা প্রকৃত মূল্য ছাড়া কয়েকগুন বেশি দেখানো হয়েছে। এই সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুর্নাবসন করতে হবে। প্রকৃত ভূমিহীনদের মধ্যে মুজিবর্ষের ঘর দিতে হবে। ভূমিহীনদের তালিকা তৈরিতে জেলার ভূমিহীনদের সহযোগিতা নিতে হবে। খাস জমি কোন প্রভাবশালীকে আর না দিয়ে ভূমিহীনদের দিতে হবে। বিনেরপোতা আফসান গ্রুপের ভবন উচ্ছেদ না করে অসহায় ভূমিহীনদের কে উচ্ছেদ করা হয়েছে। যা কিছু প্রভাবশালী দুর্নীতির কর্মকর্তা নায়েবসহ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় তা বলবান রয়েছে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। পরিবেশ অধিদপ্তর কে দৃষ্টি আকর্ষন জেলায় ১৫০ টির বেশি ভাটা রয়েছে। যার অধিকাংশ ইটের ভাটা গুলো জনবশতিপূর্ণ এলাকায় করা হয়েছে। অবিলম্বে এসব ভাটা বন্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি