সাতক্ষীরা

প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র আহত: থানায় অভিযোগ

By daily satkhira

September 19, 2016

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রণির এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ের কোচিং ক্লাসের সময় প্রধান শিক্ষক মো. আনছার আলী এ ঘটনাটি ঘটান। এ ঘটনায় আহত স্কুল ছাত্র আব্দুর রহমান পিয়ালের (১২) বাবা শহরের উত্তর কাটিয়া গ্রামের আল মামুন মুন্না বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় রাত ১০টার দিকে একটি অভিযোগ দায়ের করেন।  রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে আহত স্কুল ছাত্র পিয়াল ও তার বাবাসহ স্বজনরা জানান, পিয়াল অন্যান্য দিনের মত কোচিং ক্লাসে ক্লাস করতে যায়। ক্লাসে সহপাটিদের সাথে খেলা করার সময় একটু ধস্তা ধস্তি হয়। এ সময় প্রধান শিক্ষক আনছার আলী পিয়ালকে তার রুমে ডেকে বেধড়ক মারপিট করে। এঘটনায় পিয়ালের বাবা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর সাথে মোবাইলে কথা হলে তিনি তাকে মারপিটের কথা স্বীকার করেই বলেন, ছেলেটা খুব ঝামেলা করে বলে তাকে একটু মেরেছি। এতে আবার দোষ কিসের।