সাতক্ষীরা

সর্বশ^ বিক্রয় করে পুত্রের চাকুরির জন্য টাকা দিয়ে এখন পথে পথে ঘুরছেন অসহায় পিতা

By daily satkhira

January 30, 2023

নিজস্ব প্রতিনিধি : সর্বশ^ বিক্রয় করে পুত্রের চাকুরির জন্য এক অর্থলোভী শিক্ষককের হাতে ৬লক্ষ টাকা তুলে দিয়ে এখন পথে পথে ঘুরছেন অসহায় এক পিতা। চাকুরি তো হয়নি উল্টো টাকাটাও ফেরত না দিয়ে তাল বাহানা করে যাচ্ছেন পর সম্পদ লোভী ওই শিক্ষক। চাকুরি বা টাকা ফেরত না পেয়ে বার বার আকুতি জানালেও মন গলেনি শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলাম রবির পুত্র বহেরা এ.টি এম মাধ্যমিক বিদ্যালয়ের পর সম্পদলোভী শিক্ষক জাহাঙ্গীর কবিরের। মিথ্যা আশ^াসে একের পর এক বাহানা করে যাচ্ছেন তিনি। এদিকে অসহায় পরিবারটি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

ভুক্তভোগী অসহায় পিতা মাহমুদপুর গ্রামের আব্দুল গফুর শেখের পুত্র কলিমুল্লাহ শেখ জানান, তার পুত্র হাবিবুল বাসার কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বেকার ছিলো। সম্প্রতি বহেরা এ.টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলাম রবির পুত্র জাহাঙ্গীর কবির। তার সাথে সু সম্পর্ক থাকায় উক্ত বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬লক্ষ টাকা দাবি করে। কলিমুল্লাহ শেখ একমাত্র পুত্রের জন্য নিজের জমি বিক্রয় করে গত ১৫ সেপ্টেম্বর ২২ তারিখে ৫লক্ষ ৯৭ হাজার টাকা চেকের মাধ্যমে জাহাঙ্গীর কবিরের কাছে তুলে দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিন অতিবাহিত হলেও পুত্র হাবিবুল বাসারকে চাকুরি না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললেও টাকা না দিয়ে হয়রানি করে যাচ্ছে। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী কলিমুল্লাহ শেখ আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশও প্রদান করেছেন। কিন্তু নোটিশ প্রাপ্তিরপরও টাকা ফেরতের কোন উদ্যোগ গ্রহণ না করায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগী কলিমুল্লাহ শেখ। পুত্রকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতিতেই সর্বশ^ বিক্রয় করে তুলে দিয়ে এখন পথে পথে ঘুরছেন তিনি। চাকুরি তো হয়নি এমনকি টাকাটাও ফেরত পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তিনি এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর কবির টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, হাবিবুল বাসারকে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে তার পিতা আমাকে একটি লিগ্যাল নোটিশও পাঠিয়েছে। দ্রুত বিষয়টির সমাধান হয়ে যাবে।