সাতক্ষীরা

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইফতার অনুষ্ঠিত

By Daily Satkhira

June 16, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক,  সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ড হাসানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, জেলা জাসদের একাংশের সভাপতি সরদার কাজেম আলী,জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য সচিব আবু রায়হান তিতু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দীন, সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, নাসির উদ্দীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তান। আজ তাদের কল্যাণেই আমরা পেয়েছি স্বাধীন পতাকা, স্বাধীন ভূখন্ড, স্বাধীন একখন্ড মানচিত্র, পেয়েছি স্বাধীনভাবে চলাফেরার অধিকার, পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। এদেশ স্বাধীন হয়েছে বহু ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়। দেশ স্বাধীন হওয়ার ফলে আমরা পারছি চাকরি, চলাফেরাসহ সকণ প্রকার সুযোগ সুবিধা। তিনি আরো বলেন, বর্তমান সাতক্ষীরা জেলা একটি অপার সম্ভবনার জেলা হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ্বের বুকে। এজেলার আম যাচ্ছে বিদেশে। এজেলার খেলোয়াড় সৌম্য ও মুস্তাফিজুর রহমান চ্যাম্পিয়ান ট্রফির সেমিফাইনাল খেলছে যেটা সাতক্ষীরাবাসীর জন্য গৌরবের বিষয়।