প্রেস বিজ্ঞপ্তি : জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
১৯৫০ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। রোববার দিনব্যাপী সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
রবিবার সন্ধ্যায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে কেক কেটে তার জন্মদিন পালন করে ও শুভেচ্ছা জানান সাতক্ষীরার সাংবাদিক মহল, দৈনিক পত্রদূত, সাতক্ষীরা জেলা যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করা হয়।