সাতক্ষীরা

কলারোয়ায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

By daily satkhira

February 06, 2023

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অবৈধভাবে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চলছিলো রমরমা ব্যবসা। ঘটনাস্থল কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মাঠপাড়া। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনার সত্যতাও মেলে।

প্রশাসনের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার ৫ টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়ে দেয়।

জানা যায়, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগে কারখানা মালিককে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। যদিও এসময় ওই অবৈধ কারখানা মালিক যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলো না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন উপস্থিত ছিলেন।