সাতক্ষীরা

কলারোয়া-ঝাউডাঙা প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

By daily satkhira

February 13, 2023

নিজস্ব প্রতিনিধি : প্রস্তাবিত বাইপাস সড়কের সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের ফায়ার সিভিল ডিফেন্স এলাকা থেকে সদর উপজেলার ঝাউডাঙা মাছের আড়ৎ পর্যন্ত নকশা পরিবর্তণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝাউডাঙা বাজার সংলগ্ন মাদ্রাসা সড়কে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ আফছার আলী শেখ, আবুল হোসেন, কামরুল ইসলাম, রোজিনা খাতুন, সাবেরা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কলারোয়া সদরের ফায়ার সার্ভিসের অফিস থেকে সাতক্ষীরা বাইপাস সড়কের জামতলা মোড় পর্যন্ত নতুন করে বাইপাস সড়ক নির্মাণ করা হবে বলে তারা জানতে পেরেছেন। এতে তারা যার পর নেই খুশী হয়েছেন। কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের পক্ষে বিসিএল নামের একটি সংস্থা প্রস্তাবিত বাইপাস সড়কের মাপ জরিপ করতে আসেন। মাফ জরিপ শেষে তারা যে পর্যন্ত সীমানা নির্ধারণ করেছেন তাতে ঝাউডাঙা বাজার সংলগ্ন প্রায় ১৭০টি বসতবাড়ির, তাদের বসতভিটা ও শতাধিক বিঘা কৃষি জমি ওই মাপের আওতায় এসেছে। যে সমস্ত বসতবাড়ি আওতায় এসেছে তাদের অধিকাংশই দিনমজুর, ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ি।

এদের ঘরবাড়ি বাইপাস সড়ক তৈরির নকশার মধ্যে এলে তারা সমুহ ক্ষতির সম্মুখীন হবে। কামরুলের বাড়ি থেকে ৬০ গজ পশ্চিমে নতুন করে নকশা তৈরি করলে তাদের কৃষিজমি আওতায় পড়লেও বসতবাড়ি রক্ষা পাবে ।

এ জন্য তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।#