সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু 

By daily satkhira

February 15, 2023

নিজস্ব প্রতিনিধি: প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী(২২) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার রথখোলা এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। এসময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনি পড়ে যান। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের নিচে তার মাথা ঢুকে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত অমিত কুমারের জ্যাঠা অজিত কুমার অধিকারী জানান, সে শাহজাহান মীরের মালিকানাধীন ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ কাজের উদ্দেশ্যে তিনি বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে(সাতক্ষীরা-ল ১১-৫৩২৮)। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয় বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#