সাতক্ষীরা

কলারোয়ায় “সাতক্ষীরার কণ্ঠ” রিয়েলিটি শো’র অডিশন শুরু

By daily satkhira

February 15, 2023

নিজস্ব প্রতিনিধি : “সুরের মুর্ছনায় কাঁপাবে মঞ্চ,গাইবে এবার সাতক্ষীরার কণ্ঠ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে কলারোয়ায় “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো এর অডিশন শুরু হয়েছে।

মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অডিশনে এই উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৫জন কন্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। বিচারকদের ভোটে প্রত্যেকে “ইয়েস কার্ড” গ্রহণ করে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থেকে “ইয়েস কার্ড” প্রদান করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসসহ জেলা প্রশাসক মনোনীত বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, শেখ মোসফিকুর রহমান মিলটন,আবু আফ্ফান রোজবাবু,নাসরিন খান লিপি,শামীমা পারভীন রতœা,শ্যামল কুমার সরকার, শহিদুল ইসলাম,মোঃ মনজুরুল হক ও কামরুল ইসলাম।