সাতক্ষীরা

আশাশুনিতে বীর নিবাস প্রকল্পের চাবি হস্তান্তরের উদ্বোধন

By daily satkhira

February 15, 2023

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৫ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধন করেন।

এর মধ্যে আশাশুনি উপজেলায় প্রথম পর্যায়ে ১২ জনসহ দ্বিতীয় পর্যায়ে ৪৮ জনের মধ্যে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান,

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, দীপঙ্কর বাছাড় দিপু, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন সহ সকল সরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।