সাতক্ষীরা

প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমানের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

By daily satkhira

February 16, 2023

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি দলিল লেখক সমিতির নির্বাহী সদস্য হাফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাব।

একইসাথে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মনিরুল ইসলাম মনি, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি