আশাশুনি

আশাশুনিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধু টুম্পার মৃত্যু

By Daily Satkhira

June 16, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধু টুম্পা খাতুন দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।  শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৃহবধুর স্বামী সাইফুল ইসলাম জানান, গত (১০ জুন) শনিবার ভোররাতে সেহেরি করতে উঠে তার স্ত্রী টুম্পা খাতুন তরকারি গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তিনি দগ্ধ হন। এতে টুম্পার শরীরের ৭০ শতাংশ ঝলসে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয় দিন চিকিৎসাধিন অবস্থায় থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গৃহবধু টুম্পা খাতুন কেরোসিনের আগুনে পুড়ে আতœহত্যার চেষ্টা করছিল।