নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব এবং কলেজ ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেডিকেল কলেজ এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুছ এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর কুমার বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, ডা. অভিজিৎ গুহ, অধ্যাপক ডাক্তার সুনীল কুমার বল, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে ফিতা কেটে কলেজ ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়।
এসময় কলেজ ক্যাফেটেরিয়ার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ও পানসী রেস্তোরার স্বত্বাধিকারী জেএম ফাত্তাহসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।