সাতক্ষীরা

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে অমর একুশে পালন

By daily satkhira

February 21, 2023

নিজস্ব প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানিজিং কমিটির সদস্যরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে অস্থায়ী শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রাণী সাহা, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলোয়ার হোসেন। এরপর বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট, গার্লস গাইড ও সততা সংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না।’ ‘সর্বস্তরে বাংলা চাই।’ ‘তুমি কে, আমি কে। বাঙালি বাঙালি।’ তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা, সালাম রফিক জব্বার ভাই, আমরা তোমাদের ভুলি নাই।’ স্লোগানে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে দেশ ও জাতির মঙ্গল এবং মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।###