দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী শহীদ মিনারের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, রিপোর্টার্স ক্লাব, জার্নালিষ্ট এসোসিয়েশন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, দেবহাটা কলেজ, সরকারী কেবিএ কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সকালে আলোচনা সভা, ভাষা সৈনিকের কবর জিয়ারত ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।