নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গলায় বাইন মাছ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটে।
মারা যাওয়া বাক প্রতিবন্ধী শিশু গোলাম রসূল (১৩) কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।
প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়। ঘটনা জানার সাথে সাথে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ইসিজিসহ কয়েক ধরনের পরীক্ষা করে বলেন মারা গেছে।
শিশুটির মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ ছেলে চিৎকার করে ইশারায় বলে গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে। ইতোমধ্যে ছেলে অচেতন হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও বের করতে না পেরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক হাসপাতালে আনলে ডাক্তার বলে ছেলেটি মারা গেছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন। চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে। এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়। হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষার পর বুঝতে পারি শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।