প্রেস বিজ্ঞপ্তিঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যক্ট সম্মেলন “রোটাশিয়া”তে সাতক্ষীরা থেকে যোগদান করছেন রোটার্য্যক্ট ক্লাব অব সাতক্ষীরার পি.পি. রোঃ আব্দুল্লাহ আল মামুন। Rotaract international district 3281 & 3282 এর যৌথ আয়োজনে কক্সবাজারের হোটেল সি প্লেস এ ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ চারদিনের সম্মেলন “রোটাশিয়া বাংলাদেশ” অনুষ্ঠিত হবে।
সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যাক্টদের দক্ষতা বৃদ্ধি জন্য বিজনেস সেশন, কালচারাল একটিভিটি, ফেলোশিপ, সাইট সিং, মি. এন্ড মিস রোটাশিয়া এওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
রোটার্য্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট রোঃ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। সে সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি। সে সকলের কাছে দোয়া প্রার্থী।