সাতক্ষীরা

জয়নগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা

By daily satkhira

February 22, 2023

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় কমরেড ডা. পুর্নেন্দু এর সভাপতিত্বে ধানদিয়া বাজারে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য কমরেড মফিজুল হক জাহাঙ্গীর। কর্মীসভায় পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মীসভায় গ্যাস বিদ্যুৎ,তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদা বিহীন পেনশন স্কীম ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচার এবং বিএনপি জামায়াতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ ২০২৩ শনিবার দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় জয়নগর ইউনিয়নের প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ কমিটি গঠন এবং হাটসভা ও পথসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি