সাতক্ষীরা

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও জেলা ভুমিহীন সমিতির সভা

By daily satkhira

February 22, 2023

নিজস্ব প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালতলা এলাকায় অস্থায়ী এক কাঠগোলা মার্কেটের অফিসে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যােগে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, ভুমিহীন নেতা রহমত আলী, রেজাউল ইসলাম রেজা, ইউসুফ সরদার, ভুমিহীন নেত্রী শাহানারা খাতুন রিনা প্রমূখ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ময়নাসহ ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।