সাতক্ষীরা

দেবহাটায় অপদ্রব্য পুশের অভিযোগ চিংড়ী জব্দ : মাছের আড়ৎ সীলগালা

By daily satkhira

February 22, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগ ৩৮ কেজি চিংড়ী জব্দ এবং মাছের আড়ৎ সীলগালা করা হয়েছে।

বুধবার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে

অভিযানে চিংড়ি ব্যবসায়ী সাইফুল ইসলামের চিংড়ি প্রক্রিয়াকরণ আড়তে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার সিরিঞ্জ,জেলী সহ প্রায় ৩৮ কেজি চিংড়ি জব্দ করা হয়। অভিযানের উপস্থিত দেখতে পেয়ে সাইফুল ইসলাম আগেই কৌশলে পলায়ন করেন। পরবর্তীতে বাজার কমিটির উপস্থিতিতে খাওয়ার উপযোগী মাছ ১৮৫০০ টাকায় নিলাম করা হয় এবং আড়ৎ সাময়িক সিলগালা করা হয়। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এর আগেও গাজীরহাট বাজারে একাধিক বার অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।