সাতক্ষীরা

কলারোয়ায় মাটিবাহি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

By daily satkhira

February 23, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারী) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কমর্রত ছিলেন।

কলারোয়া থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন মোটর সাইকেলে যাওয়ায় সময় কলারোয়া উপজেলার সিংগা এলাকায় মাটি ভাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই নিহত হন পুলিশ সদস্য ইমরান হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।