সাতক্ষীরা

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিল নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

By daily satkhira

February 23, 2023

প্রেস বিজ্ঞপ্তি : নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ব্যাঘ্রতট কার্যালয়ে শিক্ষা সহায়তা প্রদান ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন নাসরিন খান লিপি।

প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, কবি স ম তুহিন। সমন্বয়ক ছিলেন হাফিজুর রহমান মাসুম।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিউওয়ার্ক থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শায়লা আযীম।

এসময় বক্তারা বলেন, মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি অবশ্যই ভালো কাজ। এধরনের কাজকে আরো এগিয়ে নিতে হবে। যারা এখন সুবিধা পাচ্ছেন। এক সময়ে তারাও এমনভাবে অন্যদের সহযোগিতা করতে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এসময় ১১ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।