সাতক্ষীরা

সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি ৭ দফা দাবিতে সাতক্ষীরায় মশাল

By daily satkhira

February 25, 2023

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি ৭ দফা দাবিতে সাতক্ষীরায় মশালমিছিল

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ ৭ দফা দাবিতে সাতক্ষীরা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের মিনি মার্কেট থেকে মশাল মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মশাল মিছিলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বিশ্বনাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, এ্যাড. সোমনাথ ব্যানার্জি, পৌল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিব পদ গাইন, অধ্যাপক ঘোষ স্বরজিত, বিশ^জিৎ বাছাড়, মিলন রায়, অমিত কুমার ঘোষ, সুজন বিশ^াস, প্রবির পোদ্দার, বিশ^নাথ কয়াল, শ্রীদাম দে, সুমন বিশ^াস সহ আরো অনেকে।

মশাল মিছিল সাতক্ষীরা শহরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।