সাতক্ষীরা

সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

By daily satkhira

February 25, 2023

নিজস্ব প্রতিনিধি : স্বপ্ন দেখো জীবন গড়ো” এই শ্লোগানে সাতক্ষীরায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতক্ষীরার ৯৯৬ জন কৃতি শিক্ষার্থীদের কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রথমআলো বন্ধুসভার আয়োজনে শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক বার্তা সম্পাদক তুহিন সাইফুল্লাহ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, প্রথমআলো বন্ধু সভার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, প্রথমআলোর বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি সহ আরো অনেকে।

ফাঁকে ফাঁেক গান, কবিতা এবং নৃত্যে পুরো অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেতে উঠে উৎসবে।