যশোর

কেশবপুরের নাগরিক হাসাপাতালে অনলাইনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

By Daily Satkhira

June 16, 2017

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর শহরের হাসাপাতাল রোডে অবস্থিত নাগরিক হাসপাতাল ও ল্যাব স্মীথ ডায়াগনসিস সেন্টারে শুক্রবার সকালে অনলাইনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন ও  বিডিইএমআর সফটাওয়্যারের পরিচিতি অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ল্যাব স্মীথ ডায়াগনসিস সেন্টারের পরিচালক মেহেদী হাসান স্মীথের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে অনলাইনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিইএমআর সফটাওয়্যারের পরিচালক এ্যাড. মুন, ফিজিও থেরাপিস্ট ডাঃ বাপ্পী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ডেন্টিস্ট ডাঃ টিটিা ও দলিত মঞ্চের নির্বাহী পরিচালক শ্যামুয়েল দাস।