খেলা

পাকিস্তানকে ফাইনালে তুলেছে ‘বহিরাগত শক্তি’

By Daily Satkhira

June 16, 2017

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান। সেই দলটিই উঠেছে ফাইনালে, প্রতিপক্ষ সেই ভারত। প্রথম ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। আর শেষ চারে তো তাদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু তাদের ফাইনালে ওঠা প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফাইনালে মুখোমুখি, তখন চারদিক উত্তেজনা বিরাজ করা স্বাভাবিক। এমন সময়ে পরোক্ষভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সোহেল। পাকিস্তানি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী সাবেক এ ওপেনার বলেছেন, ফাইনালে ওঠার জন্য অধিনায়ক সরফরাজ ও তার দলের আনন্দ করার কোনও কারণ নেই। বহিরাগত শক্তির প্রভাবে শিরোপার লড়াইয়ে উঠেছে পাকিস্তান!

ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হওয়ার দুইদিন আগে পাকিস্তানের পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ করেছেন সোহেল, ‘সরফরাজকে একটা কথা বলা দরকার, তোমরা দারুণ কিছুই করনি। তোমাদের ম্যাচ জিততে অন্য কেউ সহায়তা করেছে। তোমার (সরফরাজ) আনন্দিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সবাই জানি নেপথ্যে কী ঘটেছে। ফাইনালে ওঠার খুশিতে পাকিস্তানের আকাশে উড়া উচিত নয়, কারণ আমরা জানি এ জায়গায় তাদের ‘আনা’ হয়েছে। মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বহিরাগত শক্তি দিয়ে তাদের ফাইনালে আনা হয়েছে।’

ঘটনা কী সেটা গোপনই রাখতে চান সোহেল, ‘কে ম্যাচ জিতিয়েছে সেটার বিস্তারিত জানতে না চাওয়াই ভালো। যদি জিজ্ঞাসা করেন তাহলে বলব ভক্তদের দোয়ায় ও সৃষ্টিকর্তার কৃপায় ম্যাচগুলো জিতেছে তারা। এখন তাদের উচিত ভালো ক্রিকেট খেলায় মন দেওয়া।’

অবশ্য সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরপরই ভোল পাল্টেছেন সোহেল। তিনি জানান, ভিডিওটি পাকিস্তান ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের আগে। আর সংবাদটি বিকৃত করার অভিযোগ আনলেন ৫০ বছর বয়সী। সূত্র- নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া