সাতক্ষীরা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মানববন্ধন

By daily satkhira

March 11, 2023

নিজস্ব প্রতিনিধি: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল,তেল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলার আহবায়ক এড. নূরুল ইসলাম, দেবহাটার আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সদর উপজেলার সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, আশাশুনির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলার সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য এড. এবিএম সেলিম- সদস্য, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম। এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গত ১৪ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ এর দাম ১৪ গুন বাড়িয়েছে। ফলে নি¤œবিত্ত ও মধ্যবিত্তদের খেয়ে পড়ে বেঁেচ থাকা কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।