সাতক্ষীরা

সাতক্ষীরায় বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

By daily satkhira

March 12, 2023

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার একটি হাফিজিয়া থেকে ওই শিক্ষক কে গ্রেফতার করা হয়।

মাদ্রাসা শিক্ষক আরমান হোসেন (২২) যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রুপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতার বরাত দিয়ে পুলিশ জানায় শিশু(১১) কলারোয়ার তুশলীডাঙ্গা গ্রামের আল মাদ্রাতু মইনুল ইসলাম এতিমখানা কমপ্লেক্স ও মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে লেখাপড়া করে। শিক্ষক আরমান হোসেন মাদ্রাসায় যোগদানের পর থেকে মাদ্রাসার একটি পক্ষে থাকার সুযোগে শিশু(১১) কে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকার বলৎকার করে। ফলে কিছুদিন ধরে শিশু মাদ্রাসা যেতে ভয় পায়। তারপরও জোর পূর্বক শিশুটিকে মাদ্রাসায় পাঠালে গত ৪ মার্চ রাত দেড়টার দিকে শিক্ষক আরমান হোসেন তাকে আবারো বলৎকার করে। বলৎকারের ফলে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে শিক্ষক তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সে সময় শিশুটি তার মাকে বিস্তারিত জানালে তার পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা শিক্ষক আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।