সাতক্ষীরা

সাতক্ষীরায় মারপিটের মামলা করে বিপাকে অসহায় পরিবার!

By daily satkhira

March 14, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কাশেমপুরে মারপিটের মামলা করে বিপাকে পড়েছে একটি অসহায় পরিবার। বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপসহ আসামীদের বিভিন্ন হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন ওই পরিবারটি। এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারটি।

মামলা সূত্রে জানা গেছে, কাশেমপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুনের সাথে একই এলাকার নুনু সরদারের পুত্র জাফর ইসলামগংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ মার্চ ২০২৩ তারিখ সকালে জাফর ইসলামের নেতৃত্বে তার স্ত্রী হাফিজা খাতুন, শাওনের কন্যা সাথী খাতুনসহ কয়েকজন ব্যক্তি রাজিয়া খাতুন গংয়ের বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

রাজিয়ার কন্যা কেয়া পারভীন প্রতিবাদ করলে উল্লেখিত জাফর ইসলামের হাতে থাকা লোহার শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়া তাদের এলোপাথাড়ী মারপিটে রাজিয়া খাতুন এবং তার কন্যা মারাত্মক আহত হয়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী রাজিয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। যার নং ২৬, তাং ১১/৩/২০২৩। মামলার বিষয়টি অবগত উল্লেখিত ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী রাজিয়া খাতুনের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছেন। বর্তমানে অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীতনায় ভুগছে বলে জানিয়ে মামলা বাদী রাজিয়া খাতুন বলেন, ১৪ মার্চ উল্লেখিত ব্যক্তিরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আমাদের বাড়িতে জিম্মি করে রেখেছ। এবিষয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মো: হাদিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার স্বাক্ষী থাকায় বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। যে কারণে আসামী গ্রেফতার করা হয়নি। ঢাকা থেকে ফিরেই আসামী গ্রেফতার করা হবে।