সাতক্ষীরা

যুব নেতৃত্বে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

By daily satkhira

March 16, 2023

নিজস্ব প্রতিনিধি : যুব নেতৃত্বে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন বিষয়ে শিক্ষার্থী, কমিউনিটি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান।

সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতা ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দীন, এ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপেরিটর শাহীনা পারভীন, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, সনাকের প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, গ্রুপ সদস্য ইফতি জামিল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ইয়ুথ পিয়ার গ্রুপ ফেলো বৈশাখী সুলতানা।

বক্তারা বলেন, প্রচারণাটি অভিযোজন এবং প্রশমনের বিষয়ে যুব-নেতৃত্বাধীন সক্রিয়তাকে উৎসাহিত করবে এবং সমর্থন করবে। অভিযোজন এবং প্রশমন সংক্রান্ত এই যুব নেতৃত্বাধীন প্রচারাভিযান উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রচারণা তরুণদের অভিযোজন এবং প্রশমন অর্জনের জন্য পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।