নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি হাইস্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এক যুগের মেয়াদোর্ত্তীর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনে কর্মীসভায় নেতাকর্মীদের ব্যাপক আন্দোলন করতে দেখা যায় কর্মীসভায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার,বিশ^জিৎ সাধু,অধ্যাপক সন্তোষ বিশ^াস,জাকির হোসেন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত ফুলবাড়ি ফুটবল মাঠে বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে হাতেগোনা কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হাজারেরও বেশি নেতা-কর্মী নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপরপরই শুরু হয় কর্মীসভার কার্যক্রম। কর্মীসভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,ডা. শহিদুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলামের নেতৃত্বে যে কমিটি ১২ বছর আগে হয়েছে,সেই কমিটি ইউনিয়নে আওয়ামী লীগকে ভালো জায়গায় নিয়ে যেতে পারিনি। বিশেষ করে মাস্টার শহিদুল ইসলাম বিএনপির নেতা-কর্মীদের সাপোর্ট দিয়ে ধরে রেখেছেন। তাদের কোন সাংগঠনিক তৎপরতা নেই। ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে তারা যোগাযোগ রাখেননা। ৯ নং ওয়ার্ডের সভাপতি খাঁ বলেন,মাস্টার শহিদুল ইসলাম গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছেন। তিনি অন্যপ্রার্থীদের হারাতে বিএনপি প্রার্থীকে ভোট দিতে বলেছেন। আর সভাপতি ডা. শহিদুল ইসলাম রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তারও কোন সাংগঠনিক তৎপরতা নেই। স্থানীয় নেতা-কর্মীদের দাবীর বিষয়ে কর্মীসভায় ঘোষ সনৎ কুমার বলেন, সামনে নির্বাচন। ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা হলেন সংগঠনের মুল প্রাণ। তিনি অবিলম্বে নতুন কমিটি গঠনের আশ^াস দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন,ধান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। অথচ নেতৃত্বের ব্যর্থতায় সংগঠন পিছিয়ে যাচ্ছে। নতুন কমিটি গঠনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মীর জাকির হোসেন বলেন, স্থানীয় নেতা-কর্মীদের দাবি রয়েছে নেতৃত্ব পরিবর্তনের। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের মাথায় রয়েছে। প্রসঙ্গত,২০১০ সালে ধান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে ডা. সহিদুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলাম। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে।
১৬.০৩.২২