সাতক্ষীরা

পৌর আ. লীগ, সাংবাদিক ও সুধীজনের সম্মানে এমপি রবি’র ইফতার মাহফিল

By Daily Satkhira

June 16, 2017

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে-রমজানের মাগফিরাতের ২০তম দিনে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্যে পৌর সভার আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ রমজান শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট-এ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এ ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সর্বস্তরের মানুষের সাথে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার মাহফিলে অংশ নেন- জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চেীধুরী, দৈনিক সাতনদী’র সম্পাদক মো: হাবিবুবর রহমান, জিটিভি’র জেলা প্রতিনিধি কামরুল হাসান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, বিশিষ্ট সমাজসেক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক পিপি এড. ওসমান গণি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, সদস্য এপিপি এড. অব্দুল লতিফ, ডা. মুনসুর আহমেদ, সাবেক সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমা›ন্ডার মীর মাহমুদ হাসান লাকী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোন্সা আরা, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, মীর তানজীর আহমেদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্কুলেশন ম্যানেজার আমির হোসনে খান চৌধুরী, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, দিবা নৈশ কলেজের অধ্যক্ষ শফিকুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, এড. আজহারুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট সমজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। ইফতার মাহফিলে খাদ্য পরিবেশনে ছিল আস্থা ক্যাটারিং সার্ভিস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।