সাতক্ষীরা

সাতক্ষীরা ইয়ূথ হাবে বিতর্ক প্রতিযোগিতা

By daily satkhira

March 20, 2023

সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় আন্ত: স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘‘সভ্যতার অতি আধুনিকায়নই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী” বিষয়ের উপর উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের ইসরাত জাহান নিপা, ফাতেমা তুজ জোহরা, প্রত্যাশা মিস্ত্রি ও সাতক্ষীরা দিবা-নৈশ ডিগ্রী কলেজের শামীম রেজা, জুলকার নাঈম, কাব্য ভট্টাচার্য।

উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রুপে ৬ জন ছাত্র-ছাত্রী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ইয়ূথ হাব কো-অর্ডিনেটর মাসুদ রানা, বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাহী, সিডো,  শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী,  মো: তহিদুজ্জামান (তহিদ), তাপসী মন্ডল, সহকারী হিসাবরক্ষক, সিডো, সাতক্ষীরা।

‘‘সভ্যতার অতি আধুনিকায়নই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন বিপক্ষ দল সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা জুলকার নাঈম। অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও ১ জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার, চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, সাতক্ষীরা ইয়ূথ হাবেব ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি