সাতক্ষীরা

শহিদ রিমুর ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও স্মরণসভা

By daily satkhira

September 19, 2016

নিজস্ব প্রতিবেদক :শহিদ রিমুর ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে পোস্ট অফিস মোড়স্থ শহিদ রিমু চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি পলাশ দাশ। জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় স্মরণ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রীর হিরন্ময় মন্ডল, ধ্র“ব সরকার, সুব্রত কুমার শুভ,সৃষ্টি, ফিরোজ বিশ্বাস, অনিক আজিজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী দল। তারা মানুষ হত্যা করে ধর্মের নামে রাজনীতি করে। ওই সন্ত্রাসী জামায়াত শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রমৈত্রী নেতা রিমুকে নির্মমভাবে হত্যা করে। এরপর সারা দেশে ওই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। আজ ও স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। ইতোপূর্বে কয়েকজন নেতাকে ফাঁসির দাড়িতে ঝুলতেও হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাসী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করতে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে একটি শোক র‌্যালি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।