প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১০ টায় টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরা পৌরসভার আয়োজনে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না আক্তার শরীফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুপারভাইজার মো: ইবাদুল ইসলাম, মো: শাহীন বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা আক্তার, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম , রুবিয়া পারভীন, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব সাজু। উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,কিন্ডারগার্টেন, মাদ্রাসা সহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের সকল শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।