সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ^ পানি দিবস উদযাপন ও প্রকল্প অবহিতকরণ সভা

By daily satkhira

March 22, 2023

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিশ^ পানি দিবস উদযাপন ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা ডিজিটাল সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সাহিদুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা কামাল।

লিডার্সের বাস্তবায়নে এবং সুইসকন্ট্যাক্ট এর অর্থায়নে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, উন্নয়নকর্মী মাধবচন্দ্র দত্ত, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, নিত্যানন্দ আমীন, ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট নানা কারণে উপকূলে/সাতক্ষীরায় পানীয় জলের সংকট সময়ের সাথে সাথে তীব্র আকার ধারণ করেছে, জনজীবনে যার সরাসরি প্রভাব পড়ছে। এর মধ্যে রয়েছে পানি সংগ্রহ করতে দূর-দুরান্তে গিয়ে অতিরিক্ত সময় ব্যয়, কলস, ড্রামের মত পানি সংরক্ষণের ভারী আধার বহন করার ফলে শারীরিক নানা অসুস্থতা, বাধ্য হয়ে লবণাক্ত ও দূষিত পানি পানের ফলে উচ্চরক্তচাপ, পেটের পীড়া, হৃদরোগের মতো স্বাস্থ্যঝুঁকি, শিশুমৃত্যু, গর্ভবতী নারীদের খিঁচুনি, অকালগর্ভপাত ও উচ্চরক্তচাপ ইত্যাদি সংকট। আবার লবনাক্ততাজনিত অসুস্থতার চিকিৎসায় এবং প্রয়োজনীয় পানীয় জল কিনতে গিয়ে পরিবারগুলোর উপর রয়েছে অতিরিক্ত খরচের বোঝা।