নিজস্ব প্রতিনিধি : মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সাতক্ষীরায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা জেলা শহর থেকে আগত হাজারো মানুষের কণ্ঠে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ করুন, করতে হবে। সুদ-ঘুষ- লটারী বন্ধ করুন, করতে হবে শ্লোগানে সাতক্ষীরার আকাশ বাতাস মুখরিত হয়।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাও: মুজাহিদুর রহমান, সাতক্ষীরা জেলার সভাপতি মুহা: নাজমুল আহছান, সহ-সভাপতি মাসুদ বিন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।