স্বাস্থ্য

আবর্তনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

By Daily Satkhira

June 16, 2017

নিজস্ব প্রতিবেদক : মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের আয়োজনে ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পারকুখরালী কাঠালতলা মোড়ে আবর্তন অফিসেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আবর্তনের  পরিচালক ও পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। আবর্তনের সদস্য গিয়াস উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, শাহিনুর রহমান শাহীন, মাছ বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবু খান, কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী, বড় বাজার ব্যবসায়ী মো: শহীদুল ইসলাম, মনোয়র হোসেন অনু, মনি, জামান, পিন্টু, নিত্য, আমিনুর, তুহিন প্রমূখ। এসময় বক্তারা বলেন, মাদক বর্তমান সময়ের একটি অভিশাপ। নতুন প্রজন্ম এ মাদকের করাল গ্রাসে দিন দিন আক্রান্ত হয়ে যাচ্ছে। মাদক যে পরিবারে একবার প্রবেশ করে সে পরিবারটি আস্তে আস্তে ধ্বংসের মুখে পতিত হয়। সাতক্ষীরা জেলা সীমান্তবর্তী হওয়ায় এ জেলায় মাদকের প্রভাব বেশি। উঠতি বয়সের ছেলে- মেয়েরা বর্তমানে যে হারে মাদকের দিয়ে জড়িয়ে যাচ্ছে তা খুবই বেদনা দায়ক। প্রশাসনের পাশাপাশি আমাদের প্রত্যেকে সচেতচন হতে হবে এবং পিতা-মাতার অব্যশই উচিত হবে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা যাতে তারা অন্যায় কাজে জড়িয়ে না পড়ে। মাদকাসক্তদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ জীবন ধারায় ফিরিয়ে আনার যে প্রচেষ্টা আবর্তন কর্তৃপক্ষ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। ইতোমধ্যে সে ছেলেরা মাদকের ছোবলে আক্রান্ত তাদের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে আবর্তন সব সময় পাশে থাকবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান।