সাতক্ষীরা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে পাচার বিরোধী উঠান বৈঠক

By daily satkhira

March 22, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে পাচার বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মোল্লাপাড়ার আশরাফ আলী এর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠক আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন সংরক্ষিত মহিলা মেম্বর মমতাজ বেগম।

একটি সমন্বিত কর্মসূচি প্রকল্পের আলোকে মাঠ পর্যায়ে উঠান বৈঠকটি সঞ্চালনা করেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট, সাতক্ষীরা এর ডেস্ক অফিসার, মো: আছের আলী। রাইটস যশোর (মানবাধিকার সংগঠন) এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়িত হয় ।

উঠান বৈঠকে তিন(৩) শ্রেণির মানুষের সমাবেশ ছিল। তার মধ্যে প্রায় ২০-২৫ জন ছিল বিদেশ থেকে পাচারের শিকার হয়ে ফেরত আসা বাংলাদেশী মানুষ, তার পরিবার এবং সম্ভাব্য বিদেশ গমন নারী জনগোষ্ঠী। উঠান বৈঠকে বিশেষভাবে মানব পাচার, চোরাচালান, নিরাপদ অভিবাসন, নিরাপদ অভিবাসনের ধাপসমূহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো: ইমরুল শাহেদ।