সাতক্ষীরা

সাতক্ষীরায় শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্পশোনালেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু

By daily satkhira

March 23, 2023

নিজস্ব প্রতিনিধি : ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্পশুনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি প্রাইমারী স্কুলে কচিকাচা শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু। বাংলাদেশ কে স্বাধীন করতে হাজার হাজার যুবক সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। কত মায়ের বুক খালি হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে আর মায়ের কাছে ফেরা হয়নি এমন বহু যুবকের সন্ধানও রয়েছে এই বীরমুক্তিযোদ্ধার কাছে। গল্পের ছলে মহান মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচারন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

তিনি ১৯৭১ সালের ২৭ অথবা ২৮ নভেম্বর সাতক্ষীরার পাওয়ার হাউজ উড়িয়ে দেওয়ার বর্ণনা শিক্ষার্থীদের শোনান। এসময় সরাসরি বীর মুক্তিযোদ্ধাকে কাছে পেয়ে শিক্ষার্থীরাও উৎসূক হয়ে গল্প শোনাতে থাকেন। গল্প শেষে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাকে দাদু বলে জড়িয়ে ধরেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। গল্পের শুরুতে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, সহকারী শিক্ষক মোহসীন আলী, বাসনা মজুমদার, সুপর্ণা রাণী, আফরোজ ফাতেমা, তাওহিদা পারভীন প্রমুখ।