পাটকেলঘাটা

পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

By Daily Satkhira

June 16, 2017

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পাটকেলঘাটার এসি মার্কেটে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অপিল বিভাগের আইনজীবী এ্যাড. মোহম্মদ হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র, এএসআই শাহাদাত হোসেন, সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ডি এম কামরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাড. মোহম্মদ হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অলিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন জায়গার আমন্ত্রিত প্রায় ৩শ মুসুল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।