আশাশুনি

আশাশুনিতে জাল ডলার চক্র ; ছিনতাইয়ের টাকা শালিসে আংশিক ফেরৎ পেলেও দ্বিতীয় দফা ছিনতাই!

By Daily Satkhira

June 16, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যায় জাল ডলার ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা শালিসে মিমাংসার পর ফেরৎ পাওয়া টাকা দ্বিতীয় দফা ছিনতাইযের অভিযোগ পাওয়াগেছে। উল্লেখ্য, গত বুধবার মহিষাডাঙায় কলারোয়া উপজেলার হরিনা গ্রামের মেহের আলীর পুত্র আঃ গফ্ফার ও একই উপজেলার বাকসা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আলীর নিকট হতে ২ লক্ষ ৫০হাজার টাকা ছিনতাই করে নেওয়া হয়। বৃহস্পতিবার ছিনতাই কৃত টাকার ৭০০০০ (সত্তর হাজার) টাকা শালিসে মিমাংসার মধ্যদিয়ে ফেরৎ দেওয়া হয়। আগরদাড়ীতে ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর দুই পক্ষকে নিয়ে মিমাংসায় বসেন এবং ৭০ হাজার টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। ফেরৎ পাওয়া টাকা নিয়ে গফ্ফার ও আলী কুল্যা সোনালী সিনেমা হলের নিকট পৌছালে ৭০ হাজার টাকা দ্বিতীয় দফায় ছিনতাই করে নেওয়ার অভিযোগ করেছে তারা। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের মুঠো ফোনে জানান, ডলার কেনাবেচার ঘটনা নিয়ে টাকা আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। তাদের কাছে ৯৬ হাজার টাকা ছিল। তিনি দুই পক্ষকে ডেকে ৭০ হাজার টাকায় মিমাংসা করে দেন। পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকলে সেটা তিনি জানেন না। আশাশুরি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান শাহীন জানান, ঘটনাটি পত্রিকায় পড়েছি, তবে কোন অভিয়োগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।