নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ৫শ লিটার ভেজাল মধুসহ ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এ ভেজাল মধু জব্দ করে পুলিশ। এসময় ভেজাল মধু কারবারের সাথে জড়িত থাকার অপরাধে যতিন্দ্রনগর মৃত জতিন মন্ডলের দুই পুত্র বিমল মন্ডল ও বিজয় মন্ডলকে আটক করে পুলিশ। তবে বিমল মন্ডলের পুত্র বাবু পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চিনি ও কেমিক্যাল মিশ্রিত ৫শ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, ভেজাল মধু তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিমল মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে চিনি ও কেমিক্যাল মিশ্রিত ৫শ লিটার ভেজাল মধু জব্দ করা হয় এবং বিমল মন্ডল ও বিজয় মন্ডলকে আটক করা হয়। এঘটনায় শ্যামনগর থানার এস আই শাখায়াতুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং৪৬ । মঙ্গলবার সকালে আটককৃতের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।