রাজনীতি

কিছু দিন পরেই সহায়ক সরকারের রূপরেখা : ফখরুল

By Daily Satkhira

June 17, 2017

কিছু দিন পরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রকাশের কথা জানিয়েছে বিএনপি।

শুক্রবার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার অতীতের মতো একদলীয় শাসন ব্যবস্থাই করতে চাচ্ছে। সেজন্য একতরফা নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। কিন্তু এবার একতরফা নির্বাচন হবে না।’

‘অবশ্যই নির্বাচনের সময় এমন একটি সরকার নিয়ে আসতে হবে, যে সরকার নির্বাচন পরিচালনার জন্য ইসিকে সহায়তা করতে পারে। সেজন্যই আমরা সহায়ক সরকারের কথা বলছি। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। কিছু দিন পরেই বিএনপি নেত্রী একটি সহায়ক সরকারের রূপরেখা দেবেন,’ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজয়নগরে হোটেল একাত্তরে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন- রুনেসা।

আগামী নির্বাচনে আসতে বিএনপির প্রতি ক্ষমতাসীনদের আহ্বানের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘তারা বুঝেছে, বিএনপি ছাড়া নির্বাচন হবে না। বিএনপি আগের নির্বাচনেও (দশম জাতীয় সংসদ নির্বাচন) যেতে চেয়েছে। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) ছলনা করে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নির্বাচন করেছেন। এর বিরুদ্ধে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল আন্দোলন করেছে। সে কারণেই জাতীয় পার্টির একটি অংশ ছাড়া আপনারা কাউকে আপনাদের সঙ্গে পাননি। আজকে একই অবস্থা বিরাজ করছে।’

বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার পর আওয়ামী লীগ সেটি মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দলটির এই মুখপাত্র।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তাহলে তারা সেটি মেনে নিয়ে সত্যিকার অর্থে একটি ইনক্লুসিভ নির্বাচন দেবে, যা সকলের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক হবে। এর মাধ্যমে দেশের এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটবে।’

দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মন্তব্য করে এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুচিন্তিতভাবে জাতিকে একটি অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চায় না। দেশের অর্থনীতি ও মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, সেটিও তারা চায় না।’

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দলটি এর খোলসে একদলীয় শাসন কায়েমের পরিকল্পনা করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এ সময় তিনি আরো বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এর উদ্দেশ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।’